৭ বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট শুরুর আগেই মূল ফটক থেকে বাদামতলা, ট্রান্সপোর্ট চত্বরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের লম্বা সারি দেখা যায়। কেউ বই হাতে, কেউবা প্ল্যাকার্ড হাতে আবার কেউ স্লোগান দিতে দিতে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।আরো পড়ুন:চতুর্থ গকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরুচাকসু নির্বাচন: ২০ মনোনয়নপত্র প্রত্যাহার, বাতিল ৪ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। সকাল থেকেই তাদের উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচন সংশ্লিষ্টরা...