মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ যতটা না উত্তেজনা ছড়িয়েছে, তারচেয়ে বরং অন্য বিষয়েই বেশি রেষারেষি চলছে তাদের। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে চিরপ্রতিদ্বন্দ্বীরা পাত্তা পায়নি। ওই ম্যাচে পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ ও ব্যাটার শাহিবজাদা ফারহানের উদযাপন কিংবা অঙ্গভঙ্গি নিয়ে ক্ষিপ্ত ছিল ভারতীয় সমর্থকরা। এবার সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে আইসিসিতে নালিশ দিয়েছে বিসিসিআই।সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুধবার ই-মেইলের মাধ্যমে হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে বিসিসিআই। যদি লিখিতভাবে ফারহান-রউফ ওই অভিযোগ অস্বীকার করেন, তারা আইসিসিতে শুনানির মুখোমুখি হতে পারেন। সেই শুনানি পরিচালনা করতে পারেন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। চলমান এশিয়া কাপে আরেক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে এর আগে আপত্তি তুলেছিল পাকিস্তান।সুপার ফোরের ম্যাচে হারিস রউফ বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় ভারতীয় সমর্থকরা ‘কোহলি,...