পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের পরিচালনা পর্ষদ পরীক্ষামূলক জন্মনিয়ন্ত্রক ‘ইমপ্লান্ট (সিঙ্গেল রড)’ নামের নতুন পণ্য সফলভাবে উৎপাদন করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আরো পড়ুন:সোনার বাংলা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়শেয়ার বিক্রয় করবেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক তথ্য মতে, কোম্পানিটি ২০১৯ সাল থেকে জন্মনিয়ন্ত্রক ‘ইমপ্লান্ট (টু রড)’ উৎপাদন এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বিক্রি করে আসছে। নতুন পণ্য ‘ইমপ্লান্ট (সিঙ্গেল রড)’ও সরকারের ওই মন্ত্রণালয়ের কাছে বিক্রি করবে টেকনো ড্রাগস। টেকনো ড্রাগস জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একক রডের ইমপ্লান্ট উৎপাদনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে কোম্পানির উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যোগ হলো। প্রতিষ্ঠানটির দাবি, এই সাফল্য দেশের স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো এগিয়ে নেবে।...