২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম আমেরিকান পপ তারকা রিহানা এবং র্যাপার এএসএপি রকি দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। এটি তাদের তৃতীয় সন্তান। খবর : ফক্স ১০ ৩৭ বছর বয়সী রিহানা বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সুখবরটি জানান। পোস্টে নবজাতককে কোলে নেওয়া তার একটি ছবি এবং শিশুদের জুতার আরেকটি ছবি শেয়ার করেন তিনি। এরপর ক্যাপশনে লেখা হয় রকির নাম, জন্মতারিখ (১৩ সেপ্টেম্বর) এবং দেওয়া হয় একটি ফিতার ইমোজি। বহুল আলোচিত এই দম্পতি ২০২৪ সালের মে মাসে মেট গালা অনুষ্ঠানে প্রথমবার জানান তারা নতুন অতিথির অপেক্ষায় আছেন। সে সময় রিহানা এসেছিলেন পিনস্ট্রাইপ পোশাক ও বড় টুপি পরে। রকি, ছিলেন অনুষ্ঠানের সহ-সভাপতি। এর আগে ২০২৩ সালের...