স্পোর্টস ডেস্ক : সুপার ফোরে এক ম্যাচ বাকী থাকতে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে উঠেছে ভারত। বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৪১ রানে হারিয়েছে বাংলাদেশকে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ফলে সুপার ফোরে ২ ম্যাচ খেলে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এ ম্যাচে বাংলাদেশের হারে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় ঘন্টা বাজল শ্রীলংকার। ২ ম্যাচ খেলে ২টিতেই হেরেছে লংকানরা। আগামীকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। ২টি করে ম্যাচ খেলে ২ করে পয়েন্ট আছে বাংলাদেশ ও পাকিস্তানের। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে ৭২ রান...