বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে ভারত। টস হারার পর ব্যাট করতে নেমে শুরুতে ঝোড়ো ব্যাটিং করা ভারত শেষ দিকে কিছুটা খেই হারালেও অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেদের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং অর্ডারে রদবদল করে দলের জন্য এক রকম পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। ম্যাচের পর সূর্যকুমার বলেন, প্রতিযোগিতায় আমাদের প্রথমে ব্যাট করার সুযোগ খুব কম ছিল। তাই বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা আমাদের ব্যাটিং পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। সুপার ফোরে ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা কতটা কী করতে পারছি, সেটা যাচাই করা দরকার ছিল। পিচ পরে একটু মন্থর হয়ে যাচ্ছে, শিশিরের সমস্যা নেই, তাই বল করতে কোনো অসুবিধা হচ্ছে না। সব মিলিয়ে আমরা ২০ ওভার ব্যাট করার পরিকল্পনা করেছিলাম। আরো পড়ুন :১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ...