‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার ২০২৫-এ সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসি। পুরস্কার জয়ের পর তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খবর : বলিউড হাঙ্গামাপোস্টে বিক্রান্ত লিখেছেন, ‘আমি গতকাল থেকেই ভাবছি, কী লিখব? কীভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাব? এখনো পারছি না। আশা করি, অন্তরের গভীর থেকে একটি সরল ধন্যবাদ যথেষ্ট হবে। আপনারা আমার এই যাত্রায় যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই স্বপ্নময় জীবন শুধুই আপনাদের কারণে।’‘টুয়েলভথ ফেল’ সিনেমায় আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা চরিত্রে বিক্রান্তের দুর্দান্ত অভিনয় তাকে জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে।কাজের দিক থেকে, বিক্রান্ত এখন ‘হোয়াট’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ঐতিহাসিক...