২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু দিন ধরেই আলোচনায় পিআর পদ্ধতি। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেনো এই দাবিতে অনড়। এবার এই বিষয়টি নিয়েই একটি টেলিভিশন টকশোতে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। তার মতে, পিআরের আলোচনায় সবচেয়ে বড় লাভ হয়েছে জামায়াতের। সব টিভি চ্যানেলে তারা টকশো করতে পারছে বিষয়টি নিয়ে। ডা. জাহেদ উর রহমান বলেন, "জামায়াতের লাভ হয়েছে (পিআর নিয়ে), তারা বিরাট একটা টকশো করছে দেড় ঘন্টার। আমি এর আগে একটা টকশো করে আসছি জামায়াত নিয়ে। সারা দেশের সব টকশোতে এখন জামায়াত। সো, বিরাট অর্জন তো।" এই রাজনৈতিক বিশ্লেষক এর মতে, পিআর হলে মনোনয়ন বাণিজ্য ১০০% হবে। আর ভোটকেন্দ্র দখলও অহরহ...