পাবলো আইমার ১৯৯৯ থেকে ১০ বছর খেলেছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য। লিওনেল মেসি তাকে আইডল মেনেই বড় হয়েছেন। সেই পাবলো আইমার বুয়েন্স আয়ার্সে আয়োজিত কৃষি উদ্যোক্তাদের এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় মেসিকে আনলেন সাফল্যের সেরা উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে। বক্তৃতায় আইমার মেসির অধ্যবসায় ও নির্ভরযোগ্যতার দিক তুলে ধরেন। বলেন, “মেসি কখনও পরিকল্পনায় আপনাকে হতাশ করেননি। আমি উদাহরণ দিই, বার্সেলোনা শনিবার বিকেল ৪টায় খেলছে—সে কখনও ব্যর্থ হয়নি। সিনেমায় গেলে সিনেমা হয়তো ভালো নাও লাগতে পারে। কিন্তু মেসি আপনাকে কখনও ব্যর্থ করেনি। ফেদেরার বা জর্ডানও না। আমার মনে হয় এটাই কারও জন্য সবচেয়ে বড় প্রশংসা: কখনও কখনও আমার মনে হয় ওরা খেলে যেন কেউ এখনো দেখেনি, আর সেই দর্শকের জন্যও সর্বোচ্চটা দেয়।” এ ছাড়া আইমার প্রস্তুতি...