ক্রিকেট, সময় ও বাস্তবতা কতটা কঠিন, ক্রিস ওকস এখন বুঝতে পারছেন ভালোভাবেই। গত অ্যাশেজে তিনি হয়েছিলেন সিরিজ-সেরা। ইংল্যান্ডের সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে দলের একমাত্র তিনিই খেলেছিলেন পাঁচ ম্যাচের সবকটি। অথচ তার ক্যারিয়ার এখন প্রবল অনিশ্চয়তার মোড়ে। অতি নাটকীয় কিছু না হলে এই পেস বোলিং অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ার এখানেই শেষ বলে ধরে নেওয়া যায়। চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন ওকস। এই চোট তাকে ছিটকে দিয়েছে সামনের অ্যাশেজ থেকেও। এবার ইংল্যান্ডের ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি পরিষ্কার করেই জানিয়ে দিলেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় একদমই নেই। গত ৩১ জুলাই ভারতের বিপক্ষে ওভাল টেস্টের প্রথম দিনেই ফিল্ডিংয়ের সময় পড়ে গিয়ে কাঁধের হাড় নড়ে যায় ওকসের। পরে দলের প্রয়োজনে স্লিংয়ে এক হাত ঝুলিয়ে মাঠে নেমেছিলেন তিনি এক হাতেই ব্যাটিং করতে। তবে ২২ নভেম্বর...