বাংলাদেশের ফুটবলে প্রাণের সঞ্চার হয়েছে, নতুন এক উম্মাদনার জোয়ারে ভাসছে দেশের ফুটবল। প্রাবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবল আবারও নতুন করে গতি পেয়েছে। হামজা চৌধুরী ও শমিত সোমকে লাল সবুজের জার্সিতে দেখতে ভক্তরা অপেক্ষা করে থাকেন। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচে দুজনকেই দেখা যাবে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। এই ম্যাচকে ঘিরে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর। তবে লেস্টার সিটির অধিনায়ক হামজা দেশে আসবেন ৬ অক্টোবর। এর একদিন পর অর্থাৎ ৭ অক্টোবর কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির ফুটবলার শমিতও দেশে আসবেন। এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের একটিতে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ।...