নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজনৈতিক অঙ্গনে একজন শক্তিশালী নারী নেত্রী হিসেবে পরিচিত স্মৃতি ইরানি—যিনি শুধু একজন মন্ত্রীই নন, বরং একজন সংগ্রামী নারীর প্রতিচ্ছবি। দিল্লির এক সাধারণ পরিবার থেকে উঠে এসে বলিউড ও ভারতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার জীবন কাহিনী যেন সিনেমাকেও হার মানায়—একজন সাধারণ মেয়ের অতিমানবীয় অধ্যবসায়ের বাস্তব উদাহরণ। ১৯৭৬ সালে ভারতের রাজধানী দিল্লিতে জন্মগ্রহণ করেন স্মৃতি ইরানি। তার পরিবার ছিল মধ্যবিত্তের নিচের সারিতে। বাবা ছিলেন একজন সাধারণ বই বিক্রেতা, যিনি দিল্লির আর্মি ক্লাবের বাইরে বসতেন। মা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করতেন—এমনকি ফুড ডেলিভারি করার মতো কাজও করতেন সংসার টানার জন্য। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে স্মৃতি ইরানিকে কলেজের পড়া মাঝপথেই ছেড়ে দিতে হয়। জীবিকা নির্বাহে সহায়তা করতে তিনি দিল্লির এক রেস্তোরাঁয় বাসন মাজার কাজ শুরু করেন। তখন হয়তো...