তবে দুর্গাপূজায় উৎসব ভাতা না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। তিনি বলেন, ‘মজুরিভিত্তিক কর্মচারী নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন রয়েছে তাতে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের উৎসব ভাতা দেওয়ার বিধান নেই। তবে ইতঃপূর্বে তাদের দৈনিক মজুরি কম থাকায় বছরে একটি করে উৎসব ভাতা দেওয়া হতো। এবার তাদের দৈনিক মজুরি ৫০০ টাকা থেকে সাড়ে ৭০০ টাকায় উন্নীত করা হয়েছে। এ কারণে তাদের এখন থেকে আর উৎসব...