ভারোত্তোলনে নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রেখে এগিয়ে যাচ্ছেন মাবিয়া আক্তার সীমান্ত। জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় ক্রমেই নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন, ছাড়িয়ে গেলেন আরও একবার। এবার ২১০ কেজি ভার তুলে নিজের রেকর্ড ভেঙে নতুন করে নাম লেখালেন।২০১৬ সালের এসএ গেমসে স্বর্ণ জিতে পাদপ্রদীপের আলোয় আসা মাবিয়া এবার খেলেছেন ৬৯ কেজি ওজন বিভাগে। ইভেন্টের ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি তুলেছেন অন্যতম দেশসেরা এ ভারোত্তোলক। স্ন্যাচে তুলেছেন ৯২ কেজি। দুই বিভাগে ২১০ কেজি তুলে সেরা নারী ভারোত্তোলকের স্বীকৃতি পেয়েছেন টানা দুটি এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত।ক্রমোন্নতির মধ্যে থাকা এ তারকা সর্বশেষ সাফল্যের পর বলছিলেন, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশেরও সেরা। আগে আমি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ও স্ন্যাচে ৮৯ কেজি তুলেছিলাম। সব মিলিয়ে আজ পাঁচ কেজি...