‘সাইয়ারা’ মুক্তির পর থেকে আহান পাণ্ডে হয়ে উঠেছেন বলিউডের প্রিয় মুখ। জেন-জির নতুন ক্র্যাশ। রাতারাতি তিনি নতুন তারকা হিসেবে চলে এসেছেন আলোচনার শীর্ষে। এরপর থেকে চলচ্চিত্র ও ব্র্যান্ডের অফারে ভেসে যাচ্ছেন তিনি। পিঙ্কভিলা জানিয়েছে, আহান পাণ্ডে জেনারেশন জেডের কাছে সবচেয়ে আকর্ষণীয় মুখে পরিণত হয়েছেন। দেশের ছয়টি শীর্ষ ব্র্যান্ড ইতিমধ্যে তাকে প্রচারণার প্রস্তাব দিয়েছে। ‘সাইয়ারা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠানও তার প্রতি বিশ্বাস রাখার কারণে তাকে প্রকাশ্যে নিয়ে আসেনি। কোনো সাক্ষাৎকার বা প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও মোহিত সুরি পরিচালিত ছবির মুক্তির পর আহান সবাইকে মুগ্ধ করেছেন। ছবির মুক্তির পরও তার প্রকাশ্য উপস্থিতি নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। কারণ প্রযোজকরা মনে করেন অতিরিক্ত প্রকাশ একটি তারকার জন্য ক্ষতিকর। তবু আহান চলচ্চিত্র ও বিজ্ঞাপন জগতের শীর্ষ নির্মাতাদের মন জয় করতে পেরেছেন। এক সূত্র জানিয়েছে, ‘এখনকার প্রতিটি...