স্প্যানিশ লা লিগায় রোমাঞ্চকর এক ম্যাচে রায়ো ভায়েকানোকে ৩-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। বুধবার মেট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে হ্যাটট্রিক করে জয়ের নায়ক হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল আতলেতিকো। ম্যাচের ১৫তম মিনিটে মার্কোস লরেন্তের পাস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন আলভারেজ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পেপ চাভারিয়ার দুর্দান্ত দূরপাল্লার শটে সমতায় ফেরে রায়ো। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে ৫৫তম মিনিটে আলভারো গার্সিয়ার গোলে এগিয়ে যায় অতিথিরা। গোল খাওয়ার পর মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। ৮০তম মিনিটে সিমিওনের ছেলে জুলিয়ানোর শট ফিরিয়ে দেন রায়ো গোলরক্ষক অগুস্তো বাতায়া, তবে ফিরতি বল থেকে গোল করে সমতায় ফেরান আলভারেজ। এরপর জয়ের লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮৮তম...