মেজর লিগ সকারে (এমএলএস) দাপুটে এক জয় তুলে নিয়ে মৌসুমের প্রথম বড় লক্ষ্য পূরণ করল ইন্টার মায়ামি। বুধবার নিউইয়র্কের সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। দলের জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার দুটি গোল করার পাশাপাশি তৈরি করেছেন একাধিক সুযোগও। এছাড়া বালতাসার রদ্রিগেজ ম্যাচে একটি গোল করেন এবং লুইস সুয়ারেজ পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন। এই জয়ে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করে কোচ মাশ্চেরানো বলেন, 'আমরা মৌসুমের প্রথম লক্ষ্য পূরণ করেছি। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন সামনে দুই ম্যাচ বাকি, যেখানে আমরা কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেব, তবে একইসঙ্গে সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করারও চেষ্টা করব।' তিনি আরও যোগ করেন,...