সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১৬৮ রানে বেঁধে ফেলে বাংলাদেশ জিতেছিল চার উইকেটে। বুধবার দুবাইয়ে একই রানে ভারতকে আটকে ফেলেও নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ৪১ রানে হারতে হলো লিটনবিহীন বাংলাদেশকে। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। বিদায়ঘণ্টা বেজে গেছে শ্রীলংকার। ফলে একই ভেন্যুতে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। এই ম্যাচের বিজয়ী দল রবিবাসরীয় ফাইনালে ভারতের মুখোমুখি হবে। কাল ভারতকে হারাতে পারলে আজ হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। বোলাররা সেই মঞ্চ তৈরি করে দিলেও ব্যাটিংয়ে হয়েছে ভরাডুবি। অনুশীলনে পাঁজরে চোট পাওয়ায় নিয়মিত অধিনায়ক লিটন দাসকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। টানা দুদিন ম্যাচ থাকায় একাদশে চারটি পরিবর্তন আনা হয়। টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী ব্যাট ধরিয়ে দেন ভারতের হাতে। ম্যাচসেরা অভিষেক...