ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ অভিনেত্রী। সেখানে মাসখানেকেরও বেশি সময় ধরে অবস্থান করেছেন শাকিব খানও। এ দুই তারকা সম্পর্কে স্বামী-স্ত্রী। যদিও শাকিব বছর দুয়েক আগে মিডিয়ায় বলেছেন, বুবলীকে তিনি ‘ডিভোর্স’ দিয়েছেন। করেছেন নায়িকাকে নিয়ে বিষোদগারও। কিন্তু বুবলীর ছিল উলটো রথের যাত্রী। শাকিবের সঙ্গে তার সব সময় ‘সুসম্পর্ক’ রয়েছে, এমনটাই দাবি তার। সেসব এখন অতীত। বর্তমানে এ দুই তারকার মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, তা যুক্তরাষ্ট্রে ছেলে বীরকে নিয়ে তাদের একসঙ্গে অবস্থানই বোঝা যায়। শাকিব দিনকয়েক আগে দেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে আগের মতো তাকে কেউ ‘এয়ারপোর্টে রিসিভ’ করতে যায়নি বলে তার আসার কোনো আওয়াজও হয়নি। সত্যিই কী তিনি দেশে এসেছেন, এমন প্রশ্নও রয়েছে কারও কারও মনে। শাকিব দেশে আসুক আর না আসুক, বুবলী কিন্তু...