শিশু অনেক ধরনের স্বাস্থ্য-জটিলতা নিয়ে জন্মাতে পারে। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে এখন অনেক জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের (এনআইসিইউ)। সেপ্টেম্বর এনআইসিইউ সচেতনতার মাস। এ সম্পর্কে জানাতে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিওন্যাটোলজি (এনআইসিইউ) অ্যান্ড ইনফ্যান্ট কেয়ার বিভাগের প্রধান প্রফেসরড. মো. আব্দুল মান্নান। জাগো নিউজ: এনআইসিইউ কী এবং কেন নবজাতকের জন্য এটি জরুরি?ড. মো. আব্দুল মান্নান:এনআইসিইউ বা নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট হলো নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র। এখানে অকালে জন্মানো বা জন্মের সময় থেকেই অসুস্থ শিশুকে বিশেষ যন্ত্রপাতি ও প্রশিক্ষিত চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগের সংজ্ঞা অনুযায়ী, ২৮ সপ্তাহের কম বা এক কিলোগ্রামের কম ওজনের শিশু জন্মালে সেটিকে গর্ভপাত বলে ধরে নেওয়া হতো। অর্থাৎ তখন সেই শিশুকে বাঁচানোর...