শূন্য থেকে পূর্ণ হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখলেই হয় না, তার পেছনে লাগে অদম্য চেষ্টা। যে চেষ্টার চড়াই-উৎরাই পথ বেয়ে পৌঁছানো যায় কাঙ্ক্ষিত গন্তব্যে, সাফল্যের চূড়ায়। দেশ ও দশের জন্য কাজ করে ‘ইতিহাস’ হওয়া তেমনই এক ব্যক্তি স্যামসন এইচ চৌধুরী। নতুন প্রজন্মের উচিত তার বিখ্যাত উক্তি ‘সাফল্য অর্জনে কোনো শর্টকাট পথ নেই’ মেনে নিষ্ঠার সঙ্গে সমৃদ্ধ ভবিষ্যতের পথে বিরামহীন যাত্রা করা। ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জের আড়ুয়াকান্দিতে জন্ম স্যামসন এইচ চৌধুরীর। তার বাবার নাম ইয়াকুব হোসেন চৌধুরী ও মায়ের নাম লতিকা চৌধুরী। বাবার ডাক্তারি পেশার সুবাদে শৈশব থেকেই স্যামসন এইচ চৌধুরী দীক্ষিত হয়েছেন মানবসেবার মন্ত্রে। ১৯৪৩ সালে ম্যাট্রিকুলেশন শেষ করে তিনি বাবার মতো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলেও পারিবারিক অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে অনুজ চার ভাই ও দুই বোনের লেখাপড়া ও...