‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’—ক্রিকেটে কথাটা বেশ প্রচলিত। প্রচলিত এ কথাতেই যেন মিথ্যা প্রমাণ করল ভারত ক্রিকেট দল। এবার এশিয়া কাপে এখন পর্যন্ত সূর্যকুমার যাদবের দলই সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে। তাতে হংকংয়ের মতো আইসিসির সহযোগী দলও ভারতের পেছনে পড়েছে। আবার এই ভারতই সবার আগে নিশ্চিত করেছে এশিয়া কাপের ফাইনাল। সুপার ফোরেগতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচেভারত ক্যাচ ছেড়েছে ৫টি। ৬৯ রান করা সাইফ হাসান একাই জীবন পেয়েছেন চারবার। টি–টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানের বিপক্ষে এটাই সর্বোচ্চ ক্যাচ ফেলার নজির ভারতের। সুপার ফোরে পাকিস্তান ম্যাচেও ফিফটি করা শাহিবজাদা ফারহানকে দুবার জীবন দিয়েছে ভারত। তাতে সবচেয়ে বড় ভুক্তভোগী ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর বলে চারটি সহজ ক্যাচ ছেড়েছেন ভারতের ফিল্ডাররা। সব মিলিয়ে ভারত এবারের এশিয়া কাপে ক্যাচ ছেড়েছে ১২টি। ক্যাচ ছাড়ার তালিকায় দ্বিতীয় হংকংয়ের (১১) চেয়ে...