গত বছর ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ টেলিভিশন স্টেশনে ও মেট্রোরেলে আগ্নিকাণ্ডের ঘটনা গোটা দেশে আলোড়ন তৈরি করেছিল। টেলিভিশন স্টেশন পুড়িয়ে দেওয়ার পর দিন শোবিজ তারকারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিটিভি ও মেট্রোতে অগ্নিকাণ্ডের পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতালিপ্সা ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘আমরা সবাই অনুমান করতাম বিটিভি আর মেট্রোর আগুন না শুধু, ষোলো বছরে বহু আগুনের পেছনেই ছিল খুনীর ক্ষমতালিপ্সা (ক্ষমতা ধরে রাখার জন্য প্রবল ইচ্ছা)। ক্ষমতার জন্য এক-দুইটা বিটিভি না পুরো বাংলাদেশ জ্বালিয়ে দিতে হইলেও বিন্দুমাত্র অনুতাপ হতেন না।’ এরপর ফারুকী যোগ করেন, ‘এখন তার ফোন কলগুলা নিশ্চিত করছে শুধু হাজার হাজার মানুষ খুন-গুম না আগুন লাগানোর পিছনেও ছিল সে। সৃষ্টিকর্তা যেন কোনো দেশের...