বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ অক্টোবর। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আলোচনা-সমালোচনা ততই বাড়ছে। বিসিবির সংশোধিত নির্বাচন তফসিলে খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণের দিন ছিল বুধবার (২৪ সেপ্টেম্বর)। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে জমা পড়ে ৩০টি আপত্তি। আপত্তিপত্রের মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে একটি আপত্তি। সেখানে দেখা গেছে ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে সাবেক ক্রিকেটার হালিম শাহ আপত্তি তুলেছেন তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে। আপত্তিতে বলা হয়েছে, তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনি কাউন্সিলর হতে পারবেন না। আরও দাবি করা হয়েছে, তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের সদস্য নন এবং তাকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ জানিয়েছেন, তামিম শুধু সদস্যই...