নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে গিয়ে বাংলাদেশের একাধিক রাজনৈতিক নেতা হেনস্তার শিকার হওয়ার ঘটনায় বিশ্লেষক ও সামাজিক মাধ্যমে সক্রিয় ব্যক্তিত্ব পিনাকী ভট্টাচার্য একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ঘটনাটিকে “অগণতান্ত্রিক, অপমানজনক ও রাষ্ট্রীয় ব্যর্থতা” বলে উল্লেখ করেন। জাতিসংঘ সফরের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছায়। এই সফরে ইউনূসের সঙ্গে ছিলেন আখতার, তাসনিম জারা, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউইয়র্কের একটি বিমানবন্দরে তাদের ওপর ডিম ছোড়া, অশ্লীল গালি এবং টিটকারি ছোঁড়ার ঘটনা ঘটে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এটি নিশ্চিত হওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পিনাকী ভট্টাচার্য এই ঘটনার জন্য সরাসরি ড. ইউনূসকে দায়ী করে বলেন,“তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অথচ তার সহযাত্রীদের ওপর এমন অপমানজনক আচরণ হলেও তিনি কোনও...