ভোর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩২ একর ক্যাম্পাসজুড়ে। এবারের নির্বাচনে মোট ১১টি পদে লড়ছেন ৫৮ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থীদের তালিকা প্রকাশ ও ডোপ টেস্টের প্রক্রিয়া শেষ হয়। এদিকে, ভোট ঘিরে নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ক্যাম্পাসে মোতায়েন আছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে...