ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা রাজনৈতিক পর্যায় ছাড়িয়ে খেলার মাঠেও চলে এসেছে অনেকদিন আগে। ধারাবাহিকতায় এশিয়া কাপ হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। তারপরও থেমে নেই ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব। পাকিস্তানের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ভারত। পাকিস্তানও থেমে নেই। দুবাইতে গত রোববারের ম্যাচে মাঠের আচরণ নিয়ে পেসার হারিফ রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ তুলেছে ভারত। ইমেইলের মাধ্যমে অভিযোগ করেছে বলে খবর। ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচে ‘রাজনৈতিক’ মন্তব্য করায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে পাকিস্তানও আনুষ্ঠানিক অভিযোগ করেছে। যদি ফারহান এবং রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তখন বিষয়টি সমাধানের জন্য আইসিসির শুনানির প্রয়োজন হতে পারে। এজন্য ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন, দ্বিতীয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে হাজির হতে হবে। হাফসেঞ্চুরি করার পর ফারহানের উদযাপন এবং বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় রউফের ভক্তদের দিকে ইঙ্গিতপূর্ণ...