দুবাইয়ের আকাশ আজ ভিন্ন এক উত্তেজনায় থরথর করছে। মরুর বুকে আলোকোজ্জ্বল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রূপ নিচ্ছে এক মহারণের মঞ্চে। আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ আর পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া না হলেও ম্যাচটি আসলে এক অলিখিত সেমিফাইনাল। কারণ, জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। ভারত ইতিমধ্যেই নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। তাই আজকের ম্যাচের জয়ী দল সরাসরি তাদের প্রতিপক্ষ হয়ে উঠবে শিরোপার লড়াইয়ে।আরো পড়ুন:বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতবিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা সংখ্যার হিসাব ঘাটলে পাকিস্তান এগিয়ে অনেক দূর। দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ২৫ দেখায় পাকিস্তান জয় পেয়েছে ২০ বার। বাংলাদেশের সাফল্য মাত্র ৫টিতে। নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের দাপট বেশি। ৮ জয় বনাম বাংলাদেশের একটিমাত্র সাফল্য। তবে সাম্প্রতিক পাঁচ লড়াইয়ে ব্যবধান কিছুটা হলেও...