ভারত সরকার ঘোষণা করেছে, এখন ভারত থেকে নন-বাসমতী অর্থাৎ বাসমতী ছাড়া সব ধরনের চাল রপ্তানিতে করতে হলে চুক্তি নিবন্ধন বাধ্যতামূলকভাবে করতে হবে দেশটির কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিডা) কাছে। বুধবার ২৪ সেপ্টেম্বর ভারতের মহাপরিচালক (বিদেশি বাণিজ্য) কার্যালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে এ ধরনের চাল রপ্তানি শুধুমাত্র এপিডায় চুক্তি নিবন্ধনের পরই অনুমোদিত হবে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক দেশ। চলতি অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট সময়কালে দেশটির নন-বাসমতী চাল রপ্তানি ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। গত বছরের সেপ্টেম্বরে ডিজিএফটি নন-বাসমতী চাল রপ্তানির ওপর আরোপিত সর্বাত্মক নিষেধাজ্ঞা তুলে নেয়। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে নন-বাসমতী চাল রপ্তানির গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও...