আজকের দিনে আমাদের জীবনের অনেকটাই চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর, বিনোদন, আড্ডা—সবই এখানে। কিন্তু আমরা হয়তো খেয়াল করি না, এই মাধ্যমগুলো আমাদের চিন্তাভাবনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পর্যন্ত পাল্টে দিচ্ছে। কেন পশ্চিমা প্রভাব বেশি?যেসব প্ল্যাটফর্ম আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি—ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম—সবই তৈরি আর নিয়ন্ত্রিত হচ্ছে মূলত পশ্চিমা দেশগুলো থেকে। তাই স্বাভাবিকভাবেই সেখানে যে ধরনের কনটেন্ট সবচেয়ে বেশি প্রচারিত হয়, তা পশ্চিমা দৃষ্টিভঙ্গি অনুযায়ী সাজানো। আমাদের মতো দেশে তরুণ প্রজন্ম—মানে জেনারেশন জেড ( জেন জি)—এই প্ল্যাটফর্মগুলোর সবচেয়ে বড় ব্যবহারকারী। তাই যে কোনো বার্তা তাদের কাছে খুব দ্রুত পৌঁছায়, আর তারা খুব সহজেই প্রভাবিত হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমকে দোষারোপ করলে হবে না কিংবা শুধু পশ্চিমকে দোষ দিলেও হবে না। আসল সমাধান হলো নিজের ভিত মজবুত করা। যদি আমরা সুশিক্ষা, সুশাসন আর কর্মসংস্থান...