বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা কার্যক্রমে ২০২৫-২৬ আর্থিক বছরে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষক-শিক্ষার্থী ও পিএচডি গবেষক। এর মধ্যে রয়েছেন, ৬৫ জন শিক্ষক, ৬৯ জন শিক্ষার্থী ও সাতজন পিএইচডি গবেষক। আগামী ১ বছর এই গবেষণা কার্যক্রমের সুযোগ পাবেন তারা।আরো পড়ুন:দিনে ক্লাস করেন, সন্ধ্যায় ব্যবসা করেন রুবেলযবিপ্রবির শিক্ষার্থীর আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট সাতটি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পিএচডি গবেষক এ গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন- ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের সাতজন শিক্ষক, তিনজন শিক্ষার্থী ও তিনজন পিএইচডি গবেষক; কলা অনুষদের ১০ জন শিক্ষক, একজন শিক্ষার্থী ও তিনজন পিএইচডি গবেষক; সামাজিক বিজ্ঞান অনুষদের...