বাংলাদেশি সিনেমার গানের ইতিহাসে সুরকার সত্য সাহার নাম প্রথম সারিতেই আসে। চট্টগ্রামের নন্দীরহাটে জন্ম নেওয়া এই সংগীত পরিচালক সংগীতকে দেখেছিলেন জীবনের ভাষা হিসেবে। তাঁর হাতে সৃষ্টি হয়েছে অসংখ্য গান, যেগুলো আজও মানুষের মনে বাজে। ষাটের দশকে ‘সুতরাং’ চলচ্চিত্র দিয়ে শুরু হয় তাঁর যাত্রা। দেশ স্বাধীন হওয়ার আগে কয়েক বছর তিনি ভারতের গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর সহকারী ছিলেন। সেই সময়ে ভারতের অনেক শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়, লতা মঙ্গেশকরও ছিলেন তাঁদের একজন। সত্য সাহা ছিলেন আবেগ ও মেলোডির কারিগর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী আজও আছেন তাঁর সুরের মধ্য দিয়ে। তাঁর গান শুনলেই বোঝা যায়—তিনি শুধু সুরকার নন, ছিলেন এক গল্পকার, যিনি সুরের মাধ্যমে মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন। হাটহাজারীর জমিদার পরিবারের সন্তান হয়েও ভোগবিলাসের জীবন ছেড়ে তিনি সুরের জগতে নিজেকে...