ট্রেডিশনাল লুকে রানি মুখার্জি, ম্যাচিং লুকে শুভশ্রী গাঙ্গুলী, এলিগেন্ট লুকে কাজল পূজার সাজপোশাকে চিরচেনা পরিপাটি লুকে নিজেকে যেমন সাজাতে পারেন আবার হালের এলিগেন্ট লুকও বেছে নিতে পারেন। বলিউড তারকাদের অনেকে আবার এথনিক সাজপোশাককে প্রাধান্য দেন। বাদ যায় না ম্যাচিং সাজপোশাকও। ট্রেন্ডি পাঁচ রকম লুকের সাজপোশাকের গাইডলাইন জেনে নিন। এলিগেন্ট সাজপোশাকসাজে এলিগেন্ট আমেজ ফুটিয়ে তুলতে চাইলে ফুসিয়া গোলাপি কিংবা যেকোনো উজ্জ্বল রঙের শাড়ি পরতে পারেন। স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি পরলে আত্মবিশ্বাসী লাগবে। জমকালো সিকুইনের কাজ করা শাড়িতে সহজেই পেতে পারেন এলিগেন্ট লুক। সঙ্গে ন্যুড মেকআপ, চোখভর্তি কাজল, কপালে টিপ, চুলে খোঁপা আর কানে স্টেটমেন্ট দুল- ব্যাস হয়ে গেলো।আরো পড়ুন:দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র্যাব মহাপরিচালকমানিকগঞ্জে ৫৫৩ মণ্ডপের নিরাপত্তায় ৭০০ পুলিশ দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র্যাব মহাপরিচালক এথনিক সাজপোশাকমিরর...