শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তার দোলাচলে দুলছিল ম্যাচ। কখনও রায়ো ভায়েকানো এগিয়ে, কখনও অ্যাটলেটিকো বিপদে। কিন্তু রাতের নায়ক হয়ে উঠলেন একজনই- জুলিয়ান আলভারেজ। তার দুর্দান্ত হ্যাটট্রিকে অবশেষে অ্যাটলেটিকো মাদ্রিদ পেল মরিয়া হয়ে খোঁজা জয়ের স্বাদ। মেট্রোপলিতানোয় রোমাঞ্চকর লড়াইয়ে তারা হারালো রায়ো ভায়েকানোকে ৩-২ গোলে। মৌসুমের শুরুটা মোটেও ভালো যাচ্ছিল না দিয়েগো সিমিওনের দলের। এমন সময়ে ম্যাচের শুরুতেই আলভারেজ ডান পায়ে আক্রমণ সাজালেন। মার্কোস ইয়োরেন্তের নিখুঁত ক্রস থেকে বাঁ পায়ে দারুণ ফিনিশে প্রথম গোল এনে দিলেন দলকে। মনে হচ্ছিল, সহজ জয় ধরা দেবে।আরো পড়ুন:এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়২০৩১ সাল পর্যন্ত বার্সায় ইয়ামাল, হলেন সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় ২০৩১ সাল পর্যন্ত বার্সায় ইয়ামাল, হলেন সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় কিন্তু রায়ো ভায়েকানো লড়াই ছাড়েনি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেপ চাভারিয়ার এক দুর্দান্ত গোল চমকে দেয়...