দেশের রাজনৈতিক অঙ্গনে ঝগড়াঝাঁটি নতুন নয়। এটা আমাদের পুরোনো অসুখ।এ কাইজ্জা নিয়েই আমাদের ৫৪ বছরের পথচলা। যেভাবেই হোক, ক্ষমতা পেলে সুপারগ্লু লাগিয়ে তা ধরে রাখতে চাই। আবার ক্ষমতাচ্যুত হলে মহাদেশপ্রেমিক হয়ে যাই। আওয়ামী লীগ গুম, খুন, অত্যাচার-নির্যাতন, দুর্নীতি-দুরাচার, মানবাধিকার ও ভোটাধিকার লঙ্ঘন করে টানা ১৬ বছর ক্ষমতায় ছিল। এ সময়ে এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানুষ হত্যা করা হয়েছে। কথায় কথায় জঙ্গি নাটক সাজানো হয়েছে। অপকর্ম সম্পাদনকারীদের করা হয়েছে পুরস্কৃত। সব অসৎ মানুষকে দেওয়া হয়েছে সততার পুরস্কার। সর্বশেষ জুলাই বিপ্লবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করা হয়েছে। সে কারণে বিক্ষুব্ধ ছাত্র-জনতা রক্তের বিনিময়ে আওয়ামী লীগকে দেশছাড়া করল। আওয়ামী লীগ সভানেত্রী...