সাড়ে তিন দশক আগের কথা। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু করলেন। শুরু থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ওষুধ বিক্রির বিপরীতে ভ্যাট দেওয়া শুরু করলেও প্রতিযোগী কোম্পানিগুলোর অনেকেই সেটি পরিপালন করত না। ভ্যাট চালুর বছর দুয়েক পর ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি প্রতিবেদনে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রির হিসাব স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরীর চোখে পড়ল। তিনি দেখলেন, অনেক প্রতিষ্ঠান প্রকৃত বিক্রির হিসাব গোপন করেছে। তখন স্কয়ার ফার্মার কার্যালয় ছিল পুরান ঢাকার হাটখোলা সড়কে। তপন চৌধুরী বাবা স্যামসন এইচ চৌধুরীর কক্ষে গেলেন। বললেন, আমাদের প্রতিযোগীরা তো ঠিকমতো ভ্যাট দেয় না। মাথা তুলে স্যামসন এইচ চৌধুরী বললেন, তাতে কী? তপন চৌধুরী বললেন, তাঁরা তো অনেক টাকা সেভ করছে; প্রফিট বেশি করছে। তখন স্যামসন এইচ চৌধুরী ইংরেজিতে জিজ্ঞাসা করলেন,...