২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম মাঠে দারুণ ধারাবাহিকতায় এবার লিওনেল মেসি করলেন জোড়া গোল। একটি গোলে রাখলেন সরাসরি অবদান। তাতে ইন্টার মায়ামি তো বড় জয় পেলই, মেজর লিগ সকারে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকাও। যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক সিটিকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। দলের জয়ে বাকি গোল দুটি করেন বালতাসের রদ্রিগেস ও লুইস সুয়ারেস। এই ম্যাচের জোড়া গোল দিয়ে লিগ আসরে ২৩ ম্যাচে মেসির গোল হলো ২৪টি। সঙ্গে আছে ১১টি অ্যাসিস্ট। মৌসুমে সরাসরি ৩৫ গোলে জড়িয়ে মেসির নাম। গত লিগ মৌসুমে ২৩ গোল ও ১৩টি অ্যাসিস্ট ছিল মেসির। লিগটির ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড় টানা দুই মৌসুমে কমপক্ষে ৩৫টি গোলের সঙ্গে সরাসরি জড়িয়ে। স্কোরলাইন যেমনটা বলছে...