এশিয়া কাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়েছিলেন টাইগার অধিনায়ক লিটন দাস। সেই ম্যাচ গতকাল বাংলাদেশ ৪১ রানে হেরে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে কি মাঠে নামতে পারবেন বাংলাদেশ অধিনায়ক? যা খবর পাওয়া যাচ্ছে, তাতে আশা করা কঠিন। গত সোমবার ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছিলেন লিটন। মাঠেই তাকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। এরপর বেঞ্চে বসেই লিটন দলের অনুশীলন দেখেছেন। ভারতের বিপক্ষে গতকাল বাংলাদেশকে নেতৃত্ব দেন জাকের আলী অনিক। পরে জাকের জানান, তাকে নাকি আগে থেকেই নেতৃত্বের ব্যাপারে প্রস্তুত হতে বলা হয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ২০ ঘণ্টার ভেতরে আবারও মাঠে নামতে হবে বাংলাদেশকে। এই ম্যাচ জিতলে ফাইনালে ভারতের মুখোমুখি হবে...