ভারতের বিপক্ষে বুধবার হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে এখন ফাইনালে ওঠার সমীকরন বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে জয়। এমন ‘ডু অর ডাই’ ম্যাচেও টাইগারদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক লিটন দাসের পাওয়া হঠাৎ চোট। তাকে আজকের ম্যাচেও পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তারপরও টিম ম্যানেজমেন্ট টাইগারদের এ ব্যাটারকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে।সুপার ফোরের ভারতের ম্যাচে লিটনের জায়গায় অধিনায়কত্ব করেন জাকের আলী। সোমবারের অনুশীলনে পিঠে চোট পাওয়ায় খেলেননি লিটন। কিন্তু দুইটি ব্যাক-টু-ব্যাক ম্যাচের চাপ, বিশেষ করে পাকিস্তান ম্যাচের গুরুত্বকে বিবেচনা করে দলের কোচিং স্টাফ হয়তো লিটনকে বিশ্রাম দিয়েছেন এমন গুঞ্জনও চলেছে ক্রিকেটাঙ্গনে। তবে বুধবার ম্যাচ শেষে জাকের বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লিটনকে খেলাতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি অন্যরকম দেখা গেল, কথা ছিল আমি নেতৃত্ব দেব যদি লিটন খেলতে না পারেন। তাই আমি প্রস্তুতই...