বিসিবির পরিচালনা পর্ষদের ৬ অক্টোবরের নির্বাচন সামনে রেখে প্রতিদিনই হাস্যকর সব নাটক মঞ্চস্থ হচ্ছে। যে কোনোভাবে আমিনুল ইসলাম বুলবুলকে জিতিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে ক্রীড়া প্রশাসন। তামিম ইকবালকে হারানোর নীল নকশা প্রস্তুতে নানা কৌশল আঁটছেন তারা। সে কারণে বুলবুল বনাম তামিমকে ঘিরে ক্রিকেট অঙ্গনে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তপশিল অনুসারে কাউন্সিলররা আপত্তি জানাতে গিয়েও নির্বাচন কমিশনারদের খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত অভিযোগ জমা দিতে হচ্ছে নির্বাচন কমিশনারের ডামি প্রতিনিধিকে।নির্ধারিত সময়ের এক দিন পর মঙ্গলবার রাতে বিসিবির নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই ভোটার তালিকা করতে গিয়ে তপশিলে আনা হয়েছে কিছু পরিবর্তন। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট নিয়ে দুদকের তদন্তের সুপারিশ থাকায় খসড়া তালিকায় ক্যাটাগরি-২ থেকে বাদ দেওয়া হয়েছে ১৫টি ক্লাবকে। ক্যাটাগরি-১-এর তালিকায় নাম আসেনি সিলেট, নরসিংদী, নওগাঁ,...