আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এস আলম গ্রুপকে ব্যাংক খাত থেকে সরিয়ে পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূতকরণের আওতায় আনা হয় এবং ৫২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়। এসব উদ্যোগের ফলে প্রচলিত ব্যাংকগুলোর আমানতে প্রবৃদ্ধি বেড়েছে। কিন্তু শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অনিয়ম প্রকাশ্যে আসায় সেগুলো নিয়ে আমানতকারীদের আস্থা কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমানত ও রেমিট্যান্স উভয় ক্ষেত্রেই।বাংলাদেশে ১০টি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে—ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক,...