বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খানের গার্লফ্রেন্ড তালিকা নেহাত কম লম্বা নয়। প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে সোমি আলি, সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ কিংবা শাহিন জাফরি বহু খ্যাতনামা তারকার নাম রয়েছে এই তালিকাতে। গুনতে বসলে আপনার হাতের আঙুল কমতি পড়ে যাবে কিন্তু নামের তালিকা শেষ হবে না। প্রসঙ্গত, এইসব নামের মধ্যে সোমি আলী সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। জানিয়ে রাখি, সোমি আলি আসলে একজন পাকিস্তানি। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দেখে সলমনের দিওয়ানা হয়ে যান পাকিস্তানি পরিবারের মেয়ে সোমি আলি। ভাইজানের টানেই তার নাকি অভিনয়ে আসা। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সলমনকে নারী নিগ্রহকারী’, ‘স্যাডিস্টিক সিক’ বলে উল্লেখ করে সোমি জানান, সলমন নাকি প্রায়শই তার গায়ে হাত তুলতো। তবে ভাইজানের বিরুদ্ধে এই অভিযোগ এই...