মেজর লিগ সকারে নিউইয়র্ক এফসির বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর গোল করেছেন লুইস সুয়ারেজও। মঙ্গলবার ভোরে সিটি ফিল্ডে ৪-০ ব্যবধানে জয় তুলেছে মিয়ামি। প্রথমার্ধের শুরুতে নিউইয়র্কের জালে বল পাঠাতে মরিয়া হয়ে ওঠে মিয়ামি। মেসির ফ্রি কিক থেকে নেয়া জোড়াল শট ফিরিয়ে দেন নিউইয়র্ক গোলরক্ষক। ৪২ মিনিটে মেসির পাসে নিউইয়র্কের জালে প্রথম বল পাঠান বাল্টাসার রদ্রিগুয়েজ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিয়ামি। মেসির পা থেকে প্রথম গোলটি আসে ৭৪ মিনিটে। আন্দ্রেস পেরিয়ার লং পাসে ফ্লিক শটে নিউইয়র্কের জালে প্রথম বল জড়ান মেসি। ম্যাচের ৮১ মিনিটে ডি পলকে ডি বক্সের মধ্যে ট্যাকল করে বসেন নিউইয়র্ক ডিফেন্ডার। মিয়ামি পায় পেনাল্টি। স্পট কিক থেকে সুয়ারেজ গোল করেন।...