টেস্ট দলে ফেরার লড়াইয়ে ভারতের ‘এ’ দলের হয়ে খেলছিলেন শ্রেয়াস আইয়ার। হঠাৎ জানা গেল, লাল বলের ক্রিকেটেই আপাতত আর খেলতে চান না তিনি! ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে বিরতি চেয়ে ভারতীয় বোর্ডকে মেইল করেছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। বিরতি চাওয়ার কারণ হিসেবে পিঠের চোটের কথা উল্লেখ করেছেন শ্রেয়াস। তিনি জানিয়েছেন, এই সমস্যার কারণে টানা দুই দিন খেলা বা মাঠে থাকা তার জন্য কঠিন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের চলতি ভারত সফরে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস। দ্বিতীয় ম্যাচেও তারই অধিনায়কত্ব করার কথা ছিল। কিন্তু লাক্ষ্ণৌতে মঙ্গলবার শুরু হওয়া ম্যাচটিতে তিনি খেলছেন না। নেতৃত্ব দিচ্ছেন ধ্রুব জুরেল। সামনে রাঞ্জি চ্যাম্পিয়ন বিদার্ভার সঙ্গে ইরানি ট্রফির ম্যাচে রেস্ট অব ইন্ডিয়ার হয়ে খেলার কথা তার। এখন সেই ম্যাচেও তাকে...