নিজস্ব প্রতিবেদক : কাস্টমস বিভাগে বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন কাস্টমস হাউজ ও বন্ড কমিশনারেটে ৪৮৫ জন রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া যেসব কর্মকর্তা অন্য দপ্তরে কর্মরত রয়েছেন, তাদের আগামী ৬ অক্টোবরের মধ্যে পূর্বের কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। পদায়নের পর যোগদান ও অবমুক্তির অনুলিপি এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখায়...