নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ কোম্পানি টেকনো ড্রাগস সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎপাদন করেছে নতুন জন্মনিয়ন্ত্রক পণ্য ‘ইমপ্লান্ট (সিঙ্গেল রড)’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি এর আগেও ২০১৯ সাল থেকে ‘ইমপ্লান্ট (টু রড)’ পণ্য উৎপাদন করে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে সরবরাহ করে আসছে। নতুন এই সিঙ্গেল রড ইমপ্লান্ট পণ্যও একই মন্ত্রণালয়ের কাছে বিক্রি করা হবে। টেকনো ড্রাগসের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই পণ্যের যোগে কোম্পানির আয় ও মুনাফায় ইতিবাচক পরিবর্তন আসবে। ফলে বিনিয়োগকারীদের মধ্যেও নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর...