নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর পর্যন্ত।প্রতিষ্ঠানের নাম : আকিজ বশির গ্রুপপদের নাম :এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (ইএইচএস ও কমপ্লায়েন্স)পদসংখ্যা :নির্ধারিত নয়দুদকে ৯১ কনস্টেবল পদের বিপরীতে আবেদন দেড় লাখশিক্ষাগত যোগ্যতা :বিবিএ/বিএসসিঅন্যান্য যোগ্যতা :সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতাঅভিজ্ঞতা :কমপক্ষে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।চাকরির ধরন :ফুলটাইমকর্মক্ষেত্র :অফিসেপ্রার্থীর ধরন :নারী-পুরুষ (উভয়)বয়সসীমা :২৫ থেকে ৩৫ বছরকর্মস্থল :কুমিল্লা (দেবিদ্বার), ফরিদপুর (বোয়ালমারী), নরসিংদী (পলাশ)বেতন :আলোচনাসাপেক্ষেঅন্যান্য সুবিধা :কোম্পানির নীতিমালা অনুযায়ী।আবেদন যেভাবে :আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময় :০৭ অক্টোবর ২০২৫। প্রতিষ্ঠানের নাম : আকিজ বশির গ্রুপপদের নাম :এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ...