রাজধানীবাসীকে এ তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বছরের পর বছর। যেমনটা বলা হয়েছে প্রতিবেদনে, সামান্য বৃষ্টি হলেই অনেক এলাকা হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়। যানজট, দুর্ঘটনা, রাস্তার ধস, দুর্ভোগ—বৃষ্টির দিনে এসবই নিয়মিত চিত্র। অথচ ঢাকার দুই সিটি করপোরেশনের বিপুল অর্থ ব্যয়ের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না তেমনটা। বরং অভিযোগ উঠেছে, প্রকল্পের নামে দেখানো কাজ বাস্তবে হয়েছে তার অর্ধেক, কিংবা হয়নি মোটেও। পুরান ঢাকার নবাবগঞ্জ, রায়েরবাজার, আজিমপুর, সায়েদাবাদ, শনির আখড়া থেকে শুরু করে শান্তিনগর, মৌচাক, মগবাজার, বাড্ডা, বনানী, উত্তরা, কারওয়ান বাজার—এ শহরের এমন কোনো এলাকা নেই, যেখানে বৃষ্টি হলে মানুষ পানিবন্দি হয় না। এসবই অনিয়মের ফল।বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা মূলত ড্রেনেজের পূর্ণাঙ্গ নেটওয়ার্ক না থাকা ও খাল সংরক্ষণের ব্যর্থতা। জলাবদ্ধতা নিরসনে চারটি ধাপে কাজ করার কথা বলছেন তারা। সঠিক পরিকল্পনা, প্রকৌশলগত...