তবে আমাদের সমাজে দেখা যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে, ছোট ছোট মতবিরোধ অশান্তিতে রূপ নিচ্ছে এবং ক্ষীণ হয়ে আসছে আত্মীয়তার বন্ধন।রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের জন্য সর্বোত্তম; আর আমি আমার পরিবারের জন্য তোমাদের সবার মধ্যে সর্বোত্তম। ’ এই হাদিস স্পষ্টভাবে নির্দেশ করে যে প্রকৃত মহত্ত্ব অর্জিত হয় পরিবারকে সম্মান, ভালোবাসা ও যত্ন প্রদানের মাধ্যমে। এর মধ্যে আছে ভোগবাদী জীবনধারা, যা ব্যক্তিকেন্দ্রিকতার অবতারণা করছে এবং পারস্পরিক ভালোবাসাকে খর্ব করছে। রয়েছে সোশ্যাল মিডিয়ার প্রভাব, যেখানে সম্পর্ককে অবহেলার মতো সংকট তৈরি হয়ে বৃদ্ধি পাচ্ছে অবিশ্বাস। সোশ্যাল মিডিয়ার অশ্লীল কনটেন্ট মানসিক দূরত্ব তৈরি করছে পরিবারে। অনেক অর্থনৈতিক চাপ পারিবারিক সম্পর্ক দুর্বল করছে। দৈনন্দিন জীবনের আর্থিক সংকট ও কর্মব্যস্ততা একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। আবার পরিবারের...