২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ এএম ভালো-মন্দ বোলিংয়ের পর বাংলাদেশ যে লক্ষ্যটা পেয়েছিল তাকে কঠিন বলা চলে না। দুবাইয়ের যে মাঠে ১৬৮ রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, সেই একই রান তাড়া করতে গিয়ে এবার ভারতের সামনে মুখ থুবড়ে পড়েছে টাইগার ব্যাটিং লাইনআপ। চলতি এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রাস্তা বাংলাদেশের এখন একটাই। পাকিস্তানকে হারাতে হবে। এজন্য বিশ্রামের সুযোগ নেই। ভারতের কাছে হারের পরের দিন বৃহস্পতিবারই পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচ শুরু সেই সাড়ে ৮টায়। বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালের জায়গা দখলে নিয়েছে ভারত। বাংলাদেশের এই হারে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় ঘন্টা বেজেছে শ্রীলঙ্কার। ২ ম্যাচ খেলে ২টিতেই হেরেছে লঙ্কানরা। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। ২টি করে ম্যাচ খেলে...